শারদীয়
শিকার হয়ে যাওয়ার পর আমি মানসিক ও শারীরিক ভাবে বিপর্যস্ত মেয়েটিকে তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার ভয় দেখিয়ে একেবারে চুপ করিয়ে দিয়েছিলাম। আমি জানতাম সাধারণ গরীব পরিবার থেকে উঠে আসা একটা মেয়ের আর্তনাদকে চাপা দেওয়ার জন্য এর থেকে ভালো ওষুধ আর নেই। কেউ কিচ্ছুটি টেরও পেল না অথচ আস্ত একটা মেয়ে ধীরে ধীরে অনন্ত যাতনার সমুদ্রে তলিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। সানন্দা কলেজ ও টিউশন ছেড়ে চলে যাওয়ার পর আমি আর জানতে পারিনি তার কী হয়েছে।
by শতরূপা সিংহ | 03 November, 2024 | 114 | Tags : Short Story Bengali Physical abuse Trauma